ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

এমপি ইবরাহিমের উপস্থিতিতে আওয়ামী লীগের দু’গ্রুপের হট্টগোল

সারাদেশ | ২৫ মার্চ ২০২৪, সোমবার, ৯:৩৮

অনলাইন ডেস্ক


কক্সবাজার জেলার পেকুয়ায় এমপি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই দুগ্রুপের হট্টগোলে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভা পণ্ড হয়ে গেছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে পেকুয়া উপজেলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনা ঘটে। সভা শুরুর এক ঘন্টার পর পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটন বক্তব্যে বলেন, সাইফুদ্দিন খালেদকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নন, আইনশৃঙ্খলা সভায় কেন তাকে সভাপতি হিসেবে সম্বোধন করা হয়। জুবাইদুল্লাহ লিটনের বক্তব্যের জবাবে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, জুবাইদুল্লাহ লিটন দশ বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি। তাদের মত অপরাধীকে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত রেখে আইনশৃঙ্খলা কথা বলা যায় না। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ত্রাণ চুরির দায়ে বহিষ্কৃত হন, তিনি একজন অপরাধী। বক্তব্যের এক পর্যায়ে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে তুমুল হট্টগোল ও বাক বিতন্ডা হয়। এদিকে দু’পক্ষের উদ্ভট পরিস্থিতির কারনে তাৎক্ষণিক সভা সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীকও উপস্থিত ছিলেন। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য জালাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের দু’গ্রপের হট্টগোলের কারণে আইন শৃঙ্খলা কমিটির সদস্য পন্ড হয়ে গেছে। দু’পক্ষ মারমুখী হলে এমপি সাহেব সবাইকে শান্ত করার চেষ্টা করেও পারেননি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com