ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ট্রান্সকমের সিমিনসহ ৩ জনকে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

সারাদেশ | ৩১ মার্চ ২০২৪, রবিবার, ৩:০৯

অনলাইন ডেস্ক


ট্রান্সকম গ্রুপের আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে বোন শাযরেহ হকের করা মামলায় ট্রান্সকম গ্রুপের শীর্ষ তিন কর্মকর্তাকে নির্বিঘ্নে দেশে ফিরতে সহায়তার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে দেশে ফিরে তাদের ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সিমিন রহমানের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্তা হলেন গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন। কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক তার বড় বোন, ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমান এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান, তাদের মা শাহনাজ রহমানসহ ট্রান্সকমের আট কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করেছেন। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে মামলার অভিযোগে বলেছেন, তার বড় বোন সিমিন রহমানসহ আসামিরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ/শ্বাসরোধ করে হত্যা করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com