
এমপি’র উপস্থিতিতে পুলিশ ফাঁড়িতে যুবলীগের দুই নেতার ওপর হামলা
সারাদেশ | ৮ এপ্রিল ২০২৪, সোমবার, ৯:৩৪
অনলাইন ডেস্ক
বগুড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে বগুড়া সদর আসনের সরকার দলীয় এমপি’র উপস্থিতিতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ভিতর দুই যুবলীগ নেতার ওপর হামলা ও মারধর করা নিয়ে যুবলীগের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমপি’র সঙ্গে আসা লোকজন পুলিশের সামনেই জিয়াদুস শরীফ পরাগ ও আদনান নামে দুই যুবলীগ নেতাকে বেধড়ক মারধর করে। এর মধ্যে আহত যুবলীগ নেতা পরাগ বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাকে দুঃখজনক বলেছেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এদিকে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে শহরের সাতমাথায় মানববন্ধন করে বগুড়া শহর যুবলীগ। শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সহসভাপতি মাইসুল তোফায়েল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল প্রমুখ। বক্তারা যুবলীগ নেতার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ ও যুবলীগ সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে শজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু শহরে সাতমাথায় জিলা স্কুলের পার্শ্বে থেকে মুজিবমঞ্চের দিকে আসার সময় একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পরে যান। মটরসাইকেল চালাচ্ছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নের চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টনের কলেজ পড়ুয়া ছেলে আবির। মটরসাইকেল চালক ক্ষমা চাইলে ঘটনাটি তাৎক্ষণিক মিটে যায়। পরে আবিরের সঙ্গে সদর আসনের এমপির ছেলে প্রতীত আহসান ৩০/৪০ জনকে নিয়ে ঘটনাস্থলে আসলে পুনরায় উত্তেজনা দেখা দেয়।