.webp)
কী ঘটেছিল তাদের সঙ্গে?
সারাদেশ | ১২ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৫৮
অনলাইন ডেস্ক
ঈদে বাড়ি যাচ্ছিলেন বেলাল। স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ঈদ যাত্রা। শুধু তাই নয়, দ্বিতীয় সন্তান ছিল স্ত্রীর গর্ভে। বাড়িতে অপেক্ষা করছিলেন মা। ঈদ যাত্রার নয়নাভিরাম দৃশ্য। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শেষ হলো সব। ঈদ যাত্রা রূপ নিলো বিষাদে। লঞ্চ ভেড়ানোর লড়াইয়ে জয় হলো কার? এই প্রশ্নের উত্তর এখন অতীত। কিন্তু রাজধানীর সদরঘাটের এই লড়াইয়ে শেষ হয়ে গেছে বেলালের পরিবারসহ পাঁচটি তাজা প্রাণ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে অপর একটি লঞ্চ ভেড়ানোর সময় পন্টুনে বেঁধে রাখা লঞ্চে ধাক্কা লেগে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার মো. বেলাল (৩০), তার স্ত্রী মুক্তা (২৪) এবং তাদের চার বছর বয়সী মেয়ে মাইশা। অন্যরা হলেন- ঠাকুরগাঁওয়ের রবিউল (১৯) ও পটুয়াখালীর রিপন হাওলাদার (৩৮)।
বেলালের স্বজনদের বরাতে জানা যায়, তার মা শুধু বেঁচে আছেন।