ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

পাথর গলা জলে প্রশান্তির ছোঁয়া

সারাদেশ | ১৩ এপ্রিল ২০২৪, শনিবার, ৭:৩৮

অনলাইন ডেস্ক


ঈদের দিন থেকে সিলেটে তাপমাত্রা বাড়ছে। শনিবার বিকেল ৫ টায় ছিলো ৩৩ ডিগ্রী সেলিসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে; তাপ প্রবাহ থাকার কারনে তাপমাত্রা বাড়তে পারে। সেটি আগামী ৭২ ঘন্টার মধ্যে ৩৬ কিংবা ৩৭ ডিগ্রীতে পৌছতে পারে। রমজানের শেষ দিন পর্যন্ত সিলেটে না শীত ও না গরম। দিনে কিছুটা গরম অনুভূত হলেও রাতে ঠান্ডা অনুভূত হয়েছে। কিন্তু ঈদের দিন থেকে বদলে যায় আবহাওয়ার গতি-প্রকৃতি। বৃষ্টির দেখা নেই সিলেটে আকাশে। ফলে ঈদ মৌসুমে গরমে নাভিশ্বাস সিলেটের মানুষের। এই অবস্থায় মানুষ ছুটে চলেছে পাথর গলা জলের সন্ধানে। সিলেটে যখন তীব্র তাপদাহ থাকে তখন মানুষের গন্তব্য থাকে সীমান্তবর্তী পর্যটনস্পট জাফলং, বিছনাকান্দি, সাদাপাথর, লালাখাল সহ কয়েকটি পর্যটন কেন্দ্রে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com