
সরজমিন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা বিপর্যস্ত জনজীবন, নলকূপ-পাম্পে উঠছে না পানি
সারাদেশ | ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৯:১২
অনলাইন ডেস্ক
এ যেন মরুভূমির দেশে বাস করছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাসিন্দারা। টানা সাত দিনের তীব্র দাবদাহে উপজেলার অধিকাংশ গ্রামগুলোতে পানির স্তর নিচে নেমে গেছে। দেখা দিয়েছে তীব্র পানি সংকট। প্রচণ্ড গরমে নাকাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় অনেক পরিবার রান্না গোসলসহ অন্যান্য প্রয়োজনে পরিমাণ মতো পানি পাচ্ছেন না।
সরজমিন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ১৫/২০ ফুট নিচে নেমে গেছে পানির স্তর। ফলে নলকূপ ও পাম্পে উঠছে না পানি। কিছু কিছু জায়গায় পানি উঠলেও সেটা খুব সীমিত। তবে পানি পেতে অনেকেই পাম্প মাটির ১২-১৪ ফুট গভীরে স্থাপন করছেন। এদিকে চরম বিপাকে পড়েছেন টিউবওয়েল ব্যবহারকারীরা। পানির জন্য যুদ্ধ করে চলেছেন তারা।