ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

তবু বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড

খেলা | ১০ মে ২০২৪, শুক্রবার, ৮:৪৫

অনলাইন ডেস্ক


ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপার দেখা নেই দীর্ঘ এক যুগ। ইউরোপিয়ান আসরেও কোনো শিরোপা নেই প্রায় সাত বছর। আর এবারের প্রিমিয়ার লীগে অষ্টম স্থানে থাকায় আগামী বছর উয়েফাচ্যাম্পিয়নস লীগেও খেলা হচ্ছে না। মাঠের ফুটবলে সাফল্যহীন ম্যানচেস্টার ইউনাইটেডই বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব। দামি ক্লাবের তালিকায় আরেকটি বড় পরিবর্তন- অর্থমূল্যে সেরা ৫০ ফুটবল ক্লাবের বিশটিই যুক্তরাষ্ট্রের, যে দেশের শীর্ষ লীগ এখনো জনপ্রিয়তায় এবং খেলার মানে ইউরোপের সেরা পাঁচ লীগের পেছনে। অর্থমূল্যে এগিয়ে থাকা শীর্ষ ৫০ ক্লাবের তালিকাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া কনটেন্ট প্রতিষ্ঠান স্পোর্টিকো। ক্যালিফোর্নিয়াভিত্তিক সংবাদমাধ্যমটির র‌্যাঙ্কিং বলছে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দাম ৬২০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭২ হাজার ১৪২ কোটি টাকার বেশি)। ৬০৬ কোটি টাকা দাম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত বছর ডেলয়েট ফুটবল মানি লীগের হিসাব অনুসারে, ৬০৭ কোটি মার্কিন ডলার নিয়ে শীর্ষে ছিল রিয়াল। স্পোর্টিকোর র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা, লা লিগা ক্লাবটির দাম ৫২৮ কোটি মার্কিন ডলার।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com