ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

৫৭ রানে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের

খেলা | ১০ মে ২০২৪, শুক্রবার, ৮:৪৭

অনলাইন ডেস্ক


বাংলাদেশের ১৪৩ রান তাড়া করতে নেমে ৫৭ রানে ৪ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তাসকিন আহমেদ দুটি ও সাকিব-রিশাদ নেন ১টি করে উইকেট। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংরহ ৫৮ রান। সাকিবের প্রথম শিকার, ফিরলেন মারুমানি এবার শিকার করলেন সাকিব আল হাসান। তার দুর্দান্ত ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার মারুমানি। ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৩ রান। রাজার উইকেট উপড়ে ফেললেন তাসকিন ৯ বলে ১৭ রান করে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। এবার তার উইকেট উপড়ে ফেললেন তাসকিন আহমেদ। ২৮ রানে ২ উইকেট হারালো জিম্বাবুয়ে। ৪২ রানে নেই ১০ উইকেট, ১৪৩ রানে শেষ বাংলাদেশ ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শেষ ৭ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আচমকা পথ হারালো বাংলাদেশ সৌম্য সরকার ও তামিমের ব্যাটে ১০১ রানের দুর্দান্ত ওপেনিং জুটি পায় বাংলাদেশ। তবে এরপরই আচমকা পথ হারালো টাইগাররা। ২১ রানের মধ্যে ফিরে গেলেন ৪ ব্যাটার। সৌম্যের পর দ্রুত ফিরলেন হৃদয় ১০১ রানের ওপেনিং জুটির পর ২০ রানে ৩ উইকেট হারালো বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com