ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

কাফনের কাপড় পরে ট্রেন আটকে বিক্ষোভ, আল্টিমেটাম

সারাদেশ | ১১ মে ২০২৪, শনিবার, ১২:৩৫

অনলাইন ডেস্ক


রাজবাড়ী-ঢাকা পথে চলাচলকারী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেললাইন আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় জনতা রেললাইনে কাফনের কাপড় পরে শুয়ে ট্রেনটির গতিরোধ করে। প্রায় ৪০ মিনিট পর কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এসময় বিক্ষোভকারীরা ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। দাবি মানা না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এরআগে ট্রেনটি চালুর পর দিন ৫ মে ফরিদপুরে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছিলেন এলাকাবাসী। চন্দনা কমিউটার ট্রেনের পরিচালক রেজাউল করিম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই স্থানীয়দের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে বাণিজ্যিকভাবে এক জোড়া কমিউটার ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। ৪ মে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তখন থেকেই যাত্রাবিরতির দাবিতে আন্দোলন শুরু করে ফরিদপুরের মানুষ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com