ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

পিছিয়ে পড়ে জয় মায়ামির, যে নিয়মে ফ্রি কিক নিতে পারেননি মেসি

খেলা | ১২ মে ২০২৪, রবিবার, ২:৩৭

অনলাইন ডেস্ক


প্রথম ৩২ মিনিটের মধ্যে দুবার পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ করে তারা। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। তবে এদিন মেজর লীগ সকারের এক নিয়মের কারণে ফ্রি কিক পেয়েও সেটা নিতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। একই দিনে লীগে সর্বোচ্চ গোলের তালিকায় মেসিকে ছাড়িয়ে গেছেন লুইস সুয়ারেজ। মেজর লীগ সকারের ম্যাচে রোববার বাংলাদেশ সময় ভোরে মন্ট্রিয়েলকে ৩-২ গোলে হারায় মায়ামি। মন্ট্রিয়েলের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমান মাতিয়াজ রোজাস। এরপর যোগ করা সময়ে লুইস সুয়ারেজ ও দ্বিতীয়ার্ধে বেঞ্জামিন ক্রিমাশ্চি করেন একটি করে গোল। এই জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন—দুই কনফারেন্স মিলিয়েও শীর্ষে মেসি-সুয়ারেজদের দল। রোজাস গোলটি করেন ফ্রি কিক থেকে। সাধারণ মায়ামির ফ্রি কিকগুলো নেন মেসিই। তবে এদিন মেজর লীগ সকারের নতুন নিয়মের কারণেই মেসি ফ্রি কিক নিতে পারেননি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com