
বিশ্বকাপের দল ঘোষণা আজই লিটন-শান্ত-সৌমের জন্য পাপনের দোয়া
খেলা | ১৩ মে ২০২৪, সোমবার, ১:৫৭
অনলাইন ডেস্ক
গেল এক বছর ধরে ফর্মে নেই লিটন দাস। সবশেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৭৮ রান। অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নেই ফর্মে। শেষ ১২ মাসে ১৩ ম্যাচ খেলে ২০ ওভারের ফরম্যাটে শান্ত করেছেন ১০৯.৪২ স্ট্রাইক রেটে মাত্র ২০৯ রান। যেখানে আছে মাত্র একটি ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষেও তার ৫ ম্যাচে কোন ফিফটি নেই।
বিশ্বকাপের যেখানে আর এক মাসও বাকি নেই সেখানে দলের এমন গুরুত্বপূর্ণ ব্যাটারের এমন ফর্ম হারানো অবশ্য বড় চিন্তার বিষয়। তবে এমন নয় যে তারা এই মানেরই ক্রিকেটার। বিভিন্ন সময়ে নিজেদের প্রমাণ করেছেন তারা। তাই এমন সময়ে এই দু’জনের জন্য দোয়া করা ছাড়া আর কিছু নেই বলেই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘(ওপেনিংয়ে) এখানে কাকে খেলাবে, তাতো বলতে পারি না।