
সিরাজগঞ্জে পৌর মেয়রকে মারধর, সংবাদ কর্মীসহ আহত ৪
সারাদেশ | ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪২
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে বেলকুচি উপজেলা পৌর এলাকায় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বেলকুচি পৌর মেয়র ও তার দুই বছরের শিশু সন্তান অস্তিত্ব হকসহ চারজন আহত হয়েছেন। আহত অপর দু’জন হলেন উপজেলার সংবাদপত্র এজেন্ট দৌলত মণ্ডলের ছেলে নাবিল মন্ডল (৩৫) ও মেয়রের অনুসারী মোস্তাফিজুর রহমান (৪০)। তাদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার চিত্র মুঠোফোনে ধারণ করতে গেলে মানবজমিন-এর প্রতিনিধি আবু মুসাকে পিটিয়ে আহত করা হয়। সেই সাথে তার মুঠোফোনটি ছিনিয়ে নেয় হামলাকারীরা।
জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের নিরীক্ষা দল নিরীক্ষা করতে এসেছিলেন। বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় নিরীক্ষা কালে তিনি তার শিশু সন্তান অস্তিত্ব হককে কোলে করে নিয়ে বিদ্যালয়ে নিরীক্ষক দলের সাথে দেখা করতে যান। সেখান থেকে বেলা ২টার দিকে বিদ্যালয়ের কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে স্থানীয় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল মোমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিদ্যালয়ের মাঠের মধ্যেই মেয়রের পথরোধ করে ও তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় মেয়র দ্রুত তার সন্তানকে কোলে নিয়ে মোটরসাইকেল থেকে নেমে মাঠের মধ্যে দাঁড়িয়ে পরলে এলোপাতাড়ি আঘাতে শিশুটি সিটকে তার কোল থেকে মাঠের মাঠে পড়ে যায়।