ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

প্রিমিয়ার লীগে ‘ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি’ প্রশ্নে ভোট

খেলা | ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪৩

অনলাইন ডেস্ক


ইংলিশ প্রিমিয়ার লীগে ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি (ভিএআর) থাকবে কি না এই প্রশ্নে ভোট হবে ৬ জুন, অংশ নিবে ২০টি ক্লাব। একের পর এক বিতর্কের জন্ম দেওয়া এই প্রযুক্তি না রাখতে সোচ্চার উলভারহ্যাম্পটন-নিউক্যাসল সহ আরো কিছু ইংলিশ ক্লাব। আগামী মৌসুম থেকে ভিএআর বাতিলের ব্যাপারে পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হবে ক্লাবগুলোর বার্ষিক সাধারণ সভায়। উলভারহ্যাম্পটন ২০২৪-২৫ মৌসুম থেকে ভিএআর বাতিলের আবেদন করেছে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষের কাছে। চলতি মৌসুমে ভিএআরের বেশ কিছু সিদ্ধান্ত উলভারহ্যাম্পটনের বিপক্ষে গেছে। প্রিমিয়ার লীগ পয়েন্ট তালিকার ১৩ নম্বরে থাকা দলটি বলছে, ভিএআর প্রিমিয়ার লীগের ব্র্যান্ডকে অবমূল্যায়ন করছে। ভিএআর প্রযুক্তি বাতিল করতে চাইলে আবেদনের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট দরকার পড়বে। অর্থাৎ, প্রিমিয়ার লীগের ২০টি ক্লাবের ১৪টি ক্লাবকে ভিএআরের বিপক্ষে ভোট দিতে হবে। বার্ষিক সাধারণ সভার আগে উলভাররা অন্য ক্লাবগুলোকে ভিএআরের বিপক্ষে একত্রিত করে এই প্রযুক্তি বাতিল করতে চায়। ফুটবলের আইন ও বিধি প্রণয়নের দায়িত্বে থাকা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ২০১৮ সালে এই প্রযুক্তিকে আইনে পরিণত করে। এরপর ২০১৯ সালে প্রিমিয়ার লীগে ভিএআর প্রযুক্তি চালু হয়। উলভারহ্যাম্পটন এক বিবৃতিতে বলেছে, ‘২০১৯-২০ মৌসুমে ফুটবল ও প্রিমিয়ার লীগের স্বার্থে ভিএআর প্রবর্তন করা হয়েছিল। তবে এটি অসংখ্য নেতিবাচক সিদ্ধান্ত দিয়েছে যা ক্লাব ও খেলোয়াড়দের ক্ষতিগ্রস্ত করেছে এবং প্রিমিয়ার লীগের মান ক্ষুণ্ন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com