
দ্বিপাক্ষিক সিরিজের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ
খেলা | ১৭ মে ২০২৪, শুক্রবার, ৭:৫০
অনলাইন ডেস্ক
ভাবা হচ্ছিল, বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিই হবে বাংলাদেশ দলের শেষ প্রস্তুতি। মূল আসর শুরুর আগে ভারতের বিপক্ষে একটি গা গরমের ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আরও একটি প্রস্তুতি ম্যাচ হবে। এটি নিয়ে বিসিবি’র একটু আপত্তি ছিল। কারণ, এখানে বিশ্রামের একটি বিষয় আছে। তবে শেষ দিকে এসে চমক দেখালো আইসিসি। নতুন করে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের একটি সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে সূচিতে। বিসিবি না চাইলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচটি খেলতে বলছে আইসিসি।
বৃহস্পতিবার প্রকাশিত এই সূচিতে দেখা গেছে, মোট প্রস্তুতি ম্যাচ হচ্ছে ১৭টি। ২৭শে মে থেকে ১লা জুন অর্থাৎ ৪ দিনের মধ্যে এসব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে।