ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসু সাধারণ সম্পাদক নিউটন

খেলা | ১৮ মে ২০২৪, শনিবার, ৮:১৫

অনলাইন ডেস্ক


নারী অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর মিরপুর ও শাহ আলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল এ বিষয়ে নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম র‍্যাবের এই মুখপাত্র জানান, এক নারী অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নিউটনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন নিউটন। একই মামলায় আরেক নারীকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। ধর্ষণের অভিযোগে এই থানাতেই মামলা করেছেন ওই নারী অ্যাথলেট। এর আগে সম্প্রতি সম্প্রতি নিউটনের বিরুদ্ধে সোনাজয়ী ক্রীড়াবিদসহ একাধিক নারী খেলোয়াড়কে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। একজন অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এমনকি এক পর্যায়ে গর্ভপাতও করানো হয় তার। সুমাইয়া আক্তার নামের জুজুৎসুর আরেক নারী খেলোয়াড়ের বিরুদ্ধে এসব কাজে নিউটনকে সহযোগিতার অভিযোগ রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com