ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা নেই

খেলা | ১৯ মে ২০২৪, রবিবার, ৫:২৭

অনলাইন ডেস্ক


আগামী ২১শে মে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজ। তার ৩ দিন আগে সিরিজের ভেন্যু হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স ঝড়ে বিপর্যস্ত হয়। এরপর ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা জানান, সিরিজ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। তবে এবার বাংলাদেশের সাবেক পেসার গোলাম ও যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের সদস্য গোলাম নওশের প্রিন্স জানালেন, সিরিজ মাঠে গড়ানো নিয়ে কোনো শঙ্কা নেই। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে প্রিন্স বলেন, ‘পিটার ডেলা পেনার স্ট্যাটাসটি দেখেছি। তিনি কেন শঙ্কা প্রকাশ করেছেন, আমি জানি না।’ তিনি বরং স্বস্তির খবর দেন, ‘আজ (স্থানীয় সময় গতকাল সকালে) রোদ উঠেছে। যে পূর্বাভাস তাতে আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে।’ নওশের প্রায় দেড় যুগ হিউস্টনে বসবাস করেন। এই সময়ে এমন তীব্র ঝড় দেখেননি। তবে সিরিজ নিয়ে শঙ্কা নেই নিশ্চিত বলে জানান তিনি। প্রিন্স বলেন, ‘মাঠের কোনো ক্ষতি হয়নি। অস্থায়ীভাবে বসানো কাঠামোগুলো ভেঙেছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com