ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ইউরো খেলেই বিদায় টনি ক্রুজের

খেলা | ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭:৩৭

অনলাইন ডেস্ক


জার্মান ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুজ দলের হয়ে শেষ ম্যাচ খেলবেন ইউরোতে। মঙ্গলবার জার্মান তারকা সবধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের এই ঘোষণা দেন। ২০২১ সালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণার মাত্র ৮ মাস পর আবার দলে ফিরেছিলেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, ‘আমার ইচ্ছা ছিল ক্যারিয়ারের সেরা সময়ে নিজের খেলা শেষ করবো। আমি খুশি এবং গর্বিত যে আমি আমার সিদ্ধান্তের জন্য সঠিক সময় খুঁজে পেয়েছি।’ ২০১৪ সালের জুলাইয়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তারকার ঝুৃলিতে আছে ৪ বারের লা লিগা ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রুজ ২০০৭ সালে বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে খেলা শুরু করেন এবং সেই মৌসুমে ট্রেবল জয় করেছিল বায়ার্ন। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বেশ আগেভাগেই নিজের বুটজোড়া তুলে রাখছেন পেশাদার ফুটবল থেকে। অবশ্য তার ক্লাবসতীর্থ লুকা মদরিচ ৩৮ বছর বয়সেও খেলা চালিয়ে যাচ্ছেন। ২০২১ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্রুজ। পরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে জার্মান ম্যানেজার জুলিয়ান নাগেলসম্যানের অনুরোধে অবসর থেকে বেরিয়ে আসেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com