ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

সারাদেশ | ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৯:৩৪

অনলাইন ডেস্ক


দ্বিতীয় ধাপে মঙ্গলবার ১৫৬টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- জৈন্তাপুর সিলেটের জৈন্তাপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী বিজয়ী হয়েছেন। গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাটে জেলা বিএনপি’র বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ। কোম্পানীগঞ্জ সিলেটের কোম্পানীগঞ্জে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ। তাহিরপুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন (আনারস)। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান (কাপ পিরিচ)। ধর্মপাশা ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ (ঘোড়া)। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা (আনারস)। জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম (মোটরসাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ইকবাল আল আজাদ (ঘোড়া)। বিশ্বম্ভরপুর বিশ্বম্ভরপুর উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার ( আনারাস)। চৌগাছা চৌগাছা উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান বিজয়ী হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com