
আগামী মৌসুমে কী নেইমারকে মাঠে পাবে আল হিলাল?
খেলা | ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫৬
অনলাইন ডেস্ক
নেইমার নেই ব্রাজিলের কোপা আমেরিকা দলে। বেশ কিছুদিন ধরে নেই আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টেও। এবার আল হিলালের তরফে শোনা গেলো দুঃসংবাদ। আগামী মৌসুমেও তাকে মাঠে না পেতে পারে আল হিলাল।
চোটে পড়ায় আল হিলালে নিয়মিত হতে পারছেন না নেইমার। ইনজুরি থেকে ফেরার লড়াই যেন থামছে না এই ব্রাজিলিয়ান তারকার। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই চোটের কারণে একের পর এক নাম বাদ পড়ছে তার। এবার সৌদি প্রো লীগের নতুন মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে দুশ্চিন্তার কথা বলেছেন আল হিলাল কোচ।