ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ফিফার শাস্তির পর যে ব্যাখ্যা দিলেন সালাম মুর্শেদী

খেলা | ২৫ মে ২০২৪, শনিবার, ১২:৪১

অনলাইন ডেস্ক


গত বছর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ওপর নিষেধাজ্ঞা নেমে আসার পর ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছিল ফুটবল অঙ্গনে। গত বছর ১৭ই এপ্রিল জরুরি সভায় সোহাগকে আজীবন নিষিদ্ধ করে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী বলেছিলেন, ‘ফিফার ৫১ পৃষ্ঠার প্রতিবেদনে ফিন্যান্স কমিটিকে নিয়ে কোনো কথা বলা হয়নি। শেষ তিন বছরে ফিন্যান্স কমিটির অভূতপূর্ব উন্নতি ঘটেছে। ফিফা ও এএফসি থেকে তদন্ত করতে যারা এসেছে, তারা আমাদের ভূয়সী প্রশংসা করেছে। আমরা নগদ টাকা ব্যবহার কমিয়েছি, এখন অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে লেনদেন হয় শতকরা প্রায় ৯৮ ভাগ। এখানে কোনো দুর্নীতির বিষয় লেখা হয়নি। হয়েছে ক্ষমতার অপব্যবহার। তাই তার (সোহাগের) ফেরার কোনো সুযোগ আমরা রাখিনি।’ সত্যটা জোরজবরদস্তি করে ঢেকে রাখতে পারলেন না সালাম মুর্শেদী। ফিফা তার কাজেও পেয়েছে অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ। দায়িত্বে অবহেলা ও অনিয়ম পাশ কাটিয়ে যাওয়ার প্রমাণ পাওয়ায় ফিফার নৈতিকতা কমিটি ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে সালাম মুর্শেদীকে। বাফুফের ক্রয় ও পরিশোধের প্রক্রিয়াগুলোতে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ ক্রয়াদেশ এবং ভুয়া দলিলদস্তাবেজ পরিবেশনের দায়ে তাকে এই শাস্তি দিয়েছে ফিফা।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com