ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

টাঙ্গাইলে লরিতে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

সারাদেশ | ২৫ মে ২০২৪, শনিবার, ১২:৪৬

অনলাইন ডেস্ক


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চলন্ত লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান। নিহত কভার্ড ভ্যানের চালকের নাম আলমগীর হোসেন। তিনি যশোর জেলার বাসিন্দা। কিন্তু তাৎক্ষণিকভাবে চালকের সহকারীর নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান লরিটির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এর চালক ও সহকারীর মৃত্যু হয়। খবর পেয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com