
‘যুক্তরাষ্ট্র ব্যর্থতা’ যে চিন্তার কারণ
খেলা | ২৬ মে ২০২৪, রবিবার, ১২:৩৩
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে চলছে ভীষণ আলোচনা-সমালোচনা। টি-টোয়েন্টির ১৯ নম্বর র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কেন এমন বাজে পারফরম্যান্স তা নিয়েও চলছে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ। যার হাত ধরে বিশ্বকাপ দল গঠন হয়েছে সেই গাজী আশরাফ হোসেন লিপুও ভীষণ হতাশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ব্যর্থতাকে যে চিন্তার কারণ মনে করছেন তাও অকপটে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। তবে এও নিশ্চিত করেছেন তারা যে দল ঘোষণা করেছেন তাতে পরিবর্তন আনা হবে না। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-
ফর্মে সবাই নেই এটাই দুঃখজনক
বিশ্বকাপের মিশন তো এখনো শুরুই হয়নি। একটা সিরিজ খেলছি। বিশ্বকাপের আলোকেই দল ঘোষণা করেছি। বিস্তর চিন্তা-ভাবনা করেই দল দিয়েছি।