ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

‘অজুহাত হিসেবে দেখতে পারেন, তবে এটাই বাস্তবতা’

খেলা | ২৮ মে ২০২৪, মঙ্গলবার, ৬:৪৮

অনলাইন ডেস্ক


টি-টোয়েন্টি ফরম্যাটের শুরু থেকেই খেলছে বাংলাদেশ। খেলেছে সবকটি বিশ্বকাপও। অভিজ্ঞতার কমতি না থাকলেও ক্রিকেটের এই সংস্করণে সাফল্য নেই টাইগারদের। নেই। কখনো খেলতে পারেনি বিশ্বকাপে নকআউট রাউন্ডেও। এছাড়া টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে রয়েছে নানা আলোচনা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর দায় উইকেটকেই দিলেন। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।’ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পরও ব্যাটিং ব্যর্থতা নিয়ে ঘরের মাঠের উইকেটকে দায়ী করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com