ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

‘তোর তামিম ভাই, সাকিব ভাইদের দলে কবে খেলবি’ জাকেরকে বলতেন মা

খেলা | ২৯ মে ২০২৪, বুধবার, ১২:০৪

অনলাইন ডেস্ক


বিপিএল দিয়ে আলোড়ন তোলা জাকের আলী অনিক বাংলাদেশে সময়ের আলোচিত ক্রিকেটারদের একজন। শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে অভিষেকেই ৩৪ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলে সবার দৃষ্টি কাড়েন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন তিনি। প্রথম বিশ্বকাপ খেলার আগে জাকের বলেন তার মায়ের স্বপ্নপূরণের কথা। তার মা তাকে জিজ্ঞাসা করতেন কবে সাকিব-তামিমদের সঙ্গে খেলবেন। বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ক্রিকেটে নিজের বেড়ে ওঠা এবং বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা বলেছেন জাকের। নিজের শুরু নিয়েও কথা বলেছেন হবিগঞ্জ থেকে উঠে আসা এ ক্রিকেটার। জাকের বলেন, ‘ক্রিকেট দেখেই ক্রিকেটে আসা। ২০০৭ সাল থেকে বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করি। ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বকাপ থেকে ক্রিকেটটা ভালোভাবে বোঝা শুরু করি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com