ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

মেসি গোল করলেন, তবু হারলো মায়ামি

খেলা | ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:৩৭

অনলাইন ডেস্ক


বিশ্রাম শেষে একাদশে ফিরলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জি বুসকেটস। এর মধ্যে মেসি গোলও পেলেন। তবু হার নিয়েই মাঠ ছাড়তে হলো মায়ামিকে। আজ চেজ স্টেডিয়ামে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে মায়ামি। লীগে মায়ামি টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হারল। আর ৩১শে মার্চের পর থেকে এই প্রথম লীগে জয় পেলো আতালান্তা। ম্যাচের ৬০ মিনিটের মধ্যেই মূলত ম্যাচের ভাগ্য অনেকটাই লিখে ফেলেন জর্জিয়ার মিডফিল্ডার সাবা লবজিনিচ। দুটি গোল করে আতালান্তাকে এগিয়ে দেন তিনি। লবজিনিচ প্রথম গোলটি করেন ম্যাচের ৪৪ মিনিটে। মাঝমাঠে থেকে বল টেনে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন এই মিডফিল্ডার। পরের গোলটিও করেন বক্সের বাইরে থেকে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com