ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

কিংস কাপের ফাইনালে আল নাসর-আল হিলালের লড়াই আজ

খেলা | ৩১ মে ২০২৪, শুক্রবার, ৫:৫৮

অনলাইন ডেস্ক


আজ ৩১ মে রাত ১২টায় সৌদি কিংস কাপের ফাইনালে আল হিলালের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। দুই সৌদি জায়ান্ট মৌসুমের শেষ কাপের জন্য মুখোমুখি হবে আজ। আল হিলাল ইতিমধ্যে সৌদি প্রো লীগ জিতেছে তাদের আশা একটি ডাবল দিয়ে মৌসুম শেষ করার। কিংস কাপের আজকের ম্যাচে আল হিলাল নেইমারকে পাচ্ছে না। ইনজুরির কারনে বেশ কিছুদিন দলের বাইরে তিনি। অন্যদিকে আল নাসের আজ ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে পাচ্ছে তা নিশ্চিত। ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যক্তিগতভাবে আল নাসরের হয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। পর্তুগিজ তারকা এই মৌসুমে কিংস কাপে ৩ গোল করেছেন এবং ফাইনালে তার দিকেই চোখ থাকবে সবার।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com