ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে ২ কোটি টাকার স্বর্ণ গায়েব!

সারাদেশ | ৩ জুন ২০২৪, সোমবার, ৭:২৪

অনলাইন ডেস্ক


চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকের লকার থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের অভিযোগ সত্য নয় বলে জানালেও এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গত বুধবার দুপুরে রোকেয়া বারী নামে এক গ্রাহক লকারে থাকা তার প্রায় ২ কোটি টাকা মূল্যের এসব স্বর্ণ গায়েব হওয়ার বিষয় জানতে পারেন। তবে শনিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে, উধাও যাওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা। লকার থেকে উধাও হওয়া ১৪৯ ভরি স্বর্ণের মধ্যে রয়েছে ৪০ পিস হাতের চুড়ি (বড় সাইজ)। যার ওজন ৬০ ভরি। গলা ও কানের ৪টি জড়োয়া সেট। যার ওজন ২৫ ভরি। ১০ ভরি ওজনের একটি গলার সেট। ২৮ ভরি ওজনের ৭টি গলার চেইন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com