
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গুলি
সারাদেশ | ৮ জুন ২০২৪, শনিবার, ৯:১৭
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও গুলি চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পুলিশের অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএনপি। সমাবেশে যোগ দিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে আসতে থাকেন। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্যে করে নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকে। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।