
ইউপিডিএফের অবরোধে বাঘাইছড়ি উপজেলায় ভোট স্থগিত
সারাদেশ | ৮ জুন ২০২৪, শনিবার, ৯:২১
অনলাইন ডেস্ক
সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন। আগামীকাল রোববার এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতিও শেষ করেছে কমিশন।
ভোট স্থগিতের বিষয়ে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা বিভাগ-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত থাকবে। অন্যদিকে অনিবার্য কারণে ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরীন আক্তার।
এরআগে গত ২৯ মে এই উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করে ৯ জুন ভোটের নতুন তারিখ দিয়েছিল নির্বাচন কমিশন।
এদিকে বাঘাইছড়িতে ভোটের আগের দিন ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ। সকাল থেকে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন অংশে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। বেলা ১২টার দিকে বাঘাইছড়ির সাত কিলোমিটার এলাকায় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।