
সিলেটে ভেসে উঠছে ঢলের তাণ্ডবের চিহ্ন
সারাদেশ | ৮ জুন ২০২৪, শনিবার, ৯:২৩
অনলাইন ডেস্ক
সিলেটে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। তছনছ করে দিয়ে গেছে উজানের তীব্র ঢল। সীমান্তবর্তী ৫ উপজেলার বেশির ভাগ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট-বড় গর্তে পরিণত হয়েছে গ্রামীণ সড়ক। পানি নামার সঙ্গে সঙ্গে এসব ক্ষতচিহ্ন এখন দৃশ্যমান হয়ে উঠেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করছে প্রশাসন। ২৬শে মে উজানের ঢলে হঠাৎ বিপর্যয় ঘটেছিল সিলেটে। লাখ লাখ মানুষ হয়ে পড়ে পানিবন্দি। উজান থেকে আসা ঢলের তীব্র স্রোতের কাছে অসহায় হয়ে পড়েছিলেন সবাই। সড়ক, বাসাবাড়ি, লোকালয়ের উপর দিয়ে তীব্র বেগে পানি প্রবাহিত হয়েছে।