
ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া, হলো নতুন রেকর্ড
খেলা | ৯ জুন ২০২৪, রবিবার, ১১:২৮
অনলাইন ডেস্ক
ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড এনে দিলেন ঝড়ো শুরু। পরের ব্যাটাররাও আগ্রাসী ব্যাটিং করেন। তাতে ইনিংসে কোনো ফিফটি ছাড়াই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে দুইশ রানের পুঁজি গড়ল অস্ট্রেলিয়া। পরে অ্যাডাম জ্যাম্পা, প্যাট কামিন্সদের চমৎকার বোলিংয়ে ইংল্যান্ডকে সহজেই আটকে রাখে অজিরা। এই জয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
বারবাডোসে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিংয়ে নেমে ২০১ রানের পুঁজি গড়ে ইংলিশদের ১৬৫ রানে থামিয়ে দেয় তারা।টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচ পর চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। ২৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
ম্যাচটিতে মোট রান হয়েছে ৩৬৬, কোনো ব্যক্তিগত ফিফটি ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে যা সবচেয়ে বেশি রানের রেকর্ড। আগেরটি ছিল ২০১০ আসরে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের ৩২৭।
।