
'কোথায় ভুল হয়েছে, তা নিয়ে আলোচনা করবো'
খেলা | ১০ জুন ২০২৪, সোমবার, ১২:০০
অনলাইন ডেস্ক
দারুন বোলিং করলো পাকিস্তান। ভারতকে তারা অলআউট করে ফেললো ১১৯ রানে। নিউইয়র্কের পিচ একটু কঠিন, কিন্তু তবুও পাকিস্তান জিতবে এমন আশাই ছিল বেশি। কিন্তু শেষ অবধি তারা হেরে গেছে ম্যাচটি। পুরো ২০ ওভার খেললেও ১১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা
নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয় পেয়েছে ভারত। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তাতে নায়ক হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এই ম্যাচ হারের পর বিশ্বকাপের সুপার এইটে খেলা এখন পাকিস্তানের জন্য বেশ কঠিন হয়ে গেছে।
নিজেদের শেষ দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে কেবল জিতলেই হবে না; পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্র অথবা ভারতের দুই ম্যাচেই হারের দিকে। এরপর রান রেটের সমীকরণ তো আছেই। এখন কী পরিকল্পনা হবে পাকিস্তানের?
এ নিয়ে ভারত ম্যাচের পর বাবর আজম বলেন, ‘আমাদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে, তবে তার আগে আমরা নিজেদের সঙ্গে বসবো এবং ভুলটা কোথায় করেছি সেদিকটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা এখন শেষ দুটি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।’
ভারতের বিপক্ষে হার নিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো বোলিং করেছিলাম।