ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ সৌম্য

খেলা | ১০ জুন ২০২৪, সোমবার, ৮:২৩

অনলাইন ডেস্ক


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ফিল্ডিং করবে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তার জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলি। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। এর আগে ৫ ম্যাচে একটি দলই টসে জিতে ব্যাটিং নিয়েছিল। প্রথম ম্যাচে এমন করেছিল শ্রীলঙ্কা। তারা অলআউট হয়েছিল ৭৭ রানে। দেখা যাক বাংলাদেশ আজ তাদের কত রানে আটকাতে পারে। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আজ জিতলে সুপার এইটের পথ আরও মসৃন হবে টাইগারদের।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com