ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বরিশালে বাবা-শিশু কন্যার গলাকাটা মরদেহ উদ্ধার

সারাদেশ | ১২ জুন ২০২৪, বুধবার, ১০:০৮

অনলাইন ডেস্ক


বরিশাল নগরীর কাউনিয়া এলাকার চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে এক শিশু ও তার বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করছেন বাবা। বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে বিষয়টি এলাকাবাসীর কাছে রহস্যের সৃষ্টি করেছে। পিতা ও মেয়ের হত্যাকাণ্ড নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতের বোন তার ভাইয়ের ঘরে গেলে মরদেহ দু’টি দেখতে পান। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- নাঈম হাওলাদার ও তার সাড়ে ৫ বছরের মেয়ে রাবেয়া বসরী রোজা। নাঈম বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি উজিরপুরের বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে এবং একটি কোম্পানির গাড়ির চালক ছিলেন। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন আগে নাঈমের সঙ্গে তার স্ত্রী কনার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com