
দুই ম্যাচ জিতেও ছিটকে যেতে পারে ভারত
খেলা | ২৩ জুন ২০২৪, রবিবার, ৯:০০
অনলাইন ডেস্ক
আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সুপার এইট শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালের দৌড়ে এক পা দিয়ে রেখেছিল ভারত। কিন্তু আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোয় ভারতের সেমিফাইনালের পথ কিছুটা কঠিন হল। দুই ম্যাচ জিতেও ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে ভারতের। এমনকি দুই ম্যাচ হেরেও সেমিতে খেলতে পারে বাংলাদেশ। সুযোগ আছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানেরও।
ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ- সব দলই দু’টি করে ম্যাচ খেলেছে। আফগানিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। রোহিতদের সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রান রেট ২.৪২৫। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। মিচেল মার্শরা বাংলাদেশকে হারিয়ে ও আফগানদের বিপক্ষে হেরে দুই ম্যাচে সংগ্রহ ২ পয়েন্ট। নেট রান রেট ০.২২৩। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানেরও পয়েন্ট ২। রশিদদের নেট রান রেট -০.৬৫০। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। দু’টি ম্যাচই হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। পয়েন্ট শূন্য। নেট রান রেট -২.৪৮৯।