ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

উইন্ডিজকে বিদায় করে সেমিতে প্রোটিয়ারা

খেলা | ২৪ জুন ২০২৪, সোমবার, ১২:০৫

অনলাইন ডেস্ক


গত রাতে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ-২ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাই আজকের দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল। এই সমীকরণকে সামনে রেখে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে ক্যারিবিয়ানরা। তবে বৃষ্টির কারণে ১৭ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রানে। ৫ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা। ৩ উইকেটের এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। আর স্বাগতিক উইন্ডিজকে সুপার এইট থেকেই বিদায় নিতে হলো। দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক তাবরেজ শামসি। তার দাপুটে বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার একাই ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের লাগাম টানেন। দক্ষিণ আফ্রিকার অন্য বোলারেরাও চাপে রেখেছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের। দু’জন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটারই চেনা ২২ গজে রান পেলেন না গুরুত্বপূর্ণ ম্যাচে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com