
হত্যার শিকার ৮০% সাপ নির্বিষ, একটিও নেই রাসেলস ভাইপার
সারাদেশ | ২৪ জুন ২০২৪, সোমবার, ১২:০৭
অনলাইন ডেস্ক
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের হটলাইনে জামালপুরের এক ব্যক্তি ফোন করেন। হোয়াটসঅ্যাপে একটি মৃত সাপের ছবি পাঠিয়ে তিনি বলেন, ‘আমার বাড়ির আশপাশে বহু রাসেলস ভাইপার ঘুরছে। এর একটি ঘরে ঢুকলে মেরে ফেলেছি। রাসেলস ভাইপার থেকে আমাদের উদ্ধার করুন।’
রোববার তাঁর পাঠানো ছবি পর্যবেক্ষণ করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক সঙ্গে সঙ্গে জানান, এটি বিষধর নয়, প্রকৃতির জন্য খুবই উপকারী সাপ।
এ বিষয়ে অসীম বলেন, ‘আমরা বলার পরও জামালপুরের ওই ব্যক্তি সাপটি রাসেলস ভাইপার বলেই যাচ্ছিলেন। এক পর্যায়ে গুগল থেকে একই রঙের সাপের ছবি নামিয়ে নাম যুক্ত করে পাঠালে তিনি আশ্বস্ত হন।’
দেশজুড়ে ছড়িয়ে পড়া রাসেলস ভাইপার আতঙ্কে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পাঁচটি হটলাইন চালু করে। প্রতিটি নম্বরে ঘণ্টায় গড়ে ৪০টি করে কল আসে। দেশের বাইরে থেকেও কেউ কেউ কল করে সাপের সন্ধান দিচ্ছেন। অনেকে আবার সাপ মেরে কল করে পুরস্কারের টাকা চাচ্ছেন।