ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সমীকরণ নয়, আফগানদের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ

খেলা | ২৪ জুন ২০২৪, সোমবার, ৯:২২

অনলাইন ডেস্ক


দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট খেলছে বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বের মতো সুপার এইটের ম্যাচেও পাল্টায়নি দৃশ্যপট। ব্যাটারদের পর যুক্ত হয়েছে বোলারদের ব্যর্থতা। তাতে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে সেমিফাইনালের পথ থেকে অনেকটাই ছিটকে যায় টাইগাররা। তবে অস্ট্রলিয়াকে হারিয়ে আফগানরা বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে। তবে সেক্ষেত্রে আজ অস্ট্রেলিয়াকে হারাতে হবে ভারতের। এরপর আফগানদের বিপক্ষে কাল সকাল সাড়ে ৬টায় মেলাতে হবে কঠিন সমীকরন। যদিও সমীকরণ নয় বাংলাদেশের চাওয়া জয়। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি। আপনি ক্রিকেটের মতো খেলায় নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই।’ সুপার এইটে খেলা নিয়ে পোথাস বলেন, ‘মানুষের আশা অনেক বেশি থাকে। আমরা এই প্রথম সুপার এইটে খেললাম যা অনেক বড় অর্জন (আসলে দ্বিতীয়বার)। তারা যা করেছে তাও কম নয়। দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি।’ নিক পোথাস আরও বলেন, ‘বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে। বের করতে হবে আমাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন। পাওয়ার ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়। পাওয়ার প্রয়োজন।’

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com