
রেকর্ডের রাতে হারলেন মদ্রিচ: ইউরোর দ্বিতীয় রাউন্ডে ইতালি ও স্পেন
খেলা | ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৭:১৪
অনলাইন ডেস্ক
শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউরোর দ্বিতীয় রাউন্ডে উঠে গেল ইতালি। গ্রুপ ‘বি’ এর অন্য ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউটে জায়গা করেছে স্পেনও।
লাইপজিগ স্টেডিয়ামের ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েটরা। কিন্তু ম্যাচের ৯৮তম মিনিটের গোলে ম্যাচ ১-১ ড্র করে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠে যায় ইতালি। তিন ম্যাচই জয়হীন থাকা ক্রোয়েশিয়ার শেষ ষোলোর সম্ভাবনা কার্যত শেষ। দুই পয়েন্ট আর গোলের ব্যবধান নিয়ে তৃতীয়দের মধ্যে সেরার তালিকায় থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।
অথচ লুকা মদ্রিচের দারুণ নৈপুণ্যে ম্যাচটা মুঠোতেই ছিল ক্রোয়েশিয়ার। প্রথমার্ধে যে দল ইতালির বক্সে থেকে একটি শটও নিতে পারেনি, সেই দলই দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় দাপট দেখিয়েছে। যার শুরুটা হয়েছে আবার ব্যর্থতা দিয়েই। ম্যাচের ৫৫তম মিনিটে পেনাল্টিতে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল মদ্রিচের। কিন্তু ডানদিকে মারা তাঁর নীচু শট ঝাঁপিয়ে সহজেই রুখে দেন জিয়ানলুইজি ডোনারুম্মা। এর কয়েক সেকেন্ড পরই ক্রোয়াট-গ্যালারিতে আনন্দের উপলক্ষ্য নিয়ে আসেন মদ্রিচ।