
এক যুগে সাকিবের সর্বনিম্ন অবনতি
খেলা | ২৬ জুন ২০২৪, বুধবার, ৬:৩৯
অনলাইন ডেস্ক
দুঃস্বপ্নের এক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। বিশ্বকাপ শুরু করেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে, শেষ করলেন ৬ নম্বরে নেমে। গত এক যুগে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে এটাই সাকিবের সর্বনিম্ন অবস্থান। ২০১২ সালের ২১ই সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। ৭ ম্যাচে করেছেন ১১১ রান আর নিয়েছেন মাত্র ৩ উইকেট। বিশ্বকাপের মাঝেই অবশ্য অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান থেকে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগোলেও সুপার এইটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় (৩ ম্যাচে ১৯ রান ও ১ উইকেট) এখন আবার পিছিয়েছেন ৩ ধাপ। অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।