ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

নারায়ণগঞ্জে জাহাজে আগুন

সারাদেশ | ২৬ জুন ২০২৪, বুধবার, ৬:৪৫

অনলাইন ডেস্ক


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। বুধবার দুপুর দেড়টার দিকে ফতুল্লা বাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে দুপুর ১টা ৩২ মিনিটে তারা আগুনের খবর পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১টা ৩৮ মিনিটে। বর্তমানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com