ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ইউরোর শেষ ষোলোতে কে কার মুখোমুখি

খেলা | ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩০

অনলাইন ডেস্ক


শেষ হলো ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের খেলা। ৬ গ্রুপের শীর্ষ ১২ দলের সঙ্গে সঙ্গী হয়েছে গ্রুপে তৃতীয় হওয়া আরো চার দল। রবিন রাউন্ড লীগের খেলার সমাপ্তির দিনে জর্জিয়া শেষ দল হিসেবে টিকিট কাটে শেষ ষোলোর। এবারের ইউরোরর প্রথম রাউন্ডে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে ইউক্রেনের সঙ্গে। গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে সমান পয়েন্ট অর্জন সত্ত্বেও সেরা তিনের মধ্যে থাকতে পারেনি ইউক্রেন। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিকেও বিদায় নিতে হয়েছে। বিদায় নিয়েছে ‘এ’ গ্রুপ থেকে স্কটল্যান্ড, ‘বি’ গ্রুপ থেকে আলবেনিয়া, ‘সি’ গ্রুপ থেকে সার্বিয়া, ডি গ্রুপ থেকে পোল্যান্ড, ই গ্রুপ থেকে ইউক্রেন ও এফ গ্রুপ থেকে চেক রিপাবলিককে। শেষ ষোলোর সূচি ২৯শে জুন, শনিবার : সুইজারল্যান্ড-ইতালি (রাত ১০টা), জার্মানি-ডেনমার্ক (রাত ১টা) ৩০শে জুন: ইংল্যান্ড-স্লোভাকিয়া (রাত ১০টা), স্পেন-জর্জিয়া (রাত ১টা) ১লা জুলাই: ফ্রান্স-বেলজিয়াম (রাত ১০টা), পর্তুগাল-স্লোভেনিয়া (রাত ১টা) ২রা জুলাই: রোমানিয়া-নেদারল্যান্ডস (রাত ১০টা), অস্ট্রিয়া-তুরস্ক (রাত ১টা)

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com