
সিলেটে বৃষ্টি, বাড়তে পারে পানি
সারাদেশ | ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৮:৫৯
অনলাইন ডেস্ক
সিলেটে আজ শুক্রবার থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। যদিও আগেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই অনুযায়ী আজ সিলেটে বৃষ্টি হয়েছে। ফলে এ অঞ্চলে আবারও বাড়তে পারে পানি।
আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেইন জানিয়েছেন, বৃষ্টি শুরু হওয়ায় সিলেটে আবার বন্যার পানি বাড়তে পারে।
এদিকে নদী ও হাওরাঞ্চল থেকে বন্যার পানি কমা অব্যাহত রয়েছে। একটি পয়েন্ট ছাড়া সুরমা ও কুশিয়ারাসহ সব নদীর সবকটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।