ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

মেসিবিহীন আর্জেন্টিনাকে জেতালেন লাওতারো মার্টিনেজ

খেলা | ৩০ জুন ২০২৪, রবিবার, ১২:১৯

অনলাইন ডেস্ক


ইনজুরির কারণে একাদশে ছিলেন না লিওনেল মেসি ও মার্কাস আকুনিয়া। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না স্কালোনি নিজেই। তার পরেও আর্জেন্টিনার জয়রথ থামাতে পারেনি পেরু। ডাগআউটের পাবলো আইমার আর ওয়াল্টার স্যামুয়েলদের নিয়ে গড়া একাদশই পেরুকে হারিয়েছে ২-০ গোলে । ম্যাচে জোড়া গোলকরেছেন লাওতারো মার্টিনেজ। এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেল আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে কানাডা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মেসিসহ বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামলেও আর্জেন্টিনার লক্ষ্য ছিল স্পষ্ট। ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে পেরুর রক্ষণের পরীক্ষা নেন আলেহান্দ্রো গারনাচো। গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা বলের দখল রেখে বারবার চেষ্টা করছিল পেরুর রক্ষণ দুর্গ ভেঙে গোল আদায়ের। কিন্তু জমাট রক্ষণের পাশাপাশি শরীরী ফুটবলে আর্জেন্টাইন আক্রমণভাগকে বেশ ভালোভাবেই আটকে রাখতে পেরেছিল পেরু।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com