ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সেমিতে বাঁশি বাজাবেন আর্জেন্টিনার জন্য পয়মন্ত রেফারি

খেলা | ৮ জুলাই ২০২৪, সোমবার, ৯:১১

অনলাইন ডেস্ক


আর্জেন্টিনা-কানাডা ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন চিলির পিয়েরো মাসা। ২০১৮ সাল থেকে ফিফার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা মাসার সঙ্গে সুখস্মৃতি আছে মেসির আর্জেন্টিনার। চিলির প্রিমেরা ডিভিশনে রেফারির দায়িত্ব পালন করা মাসাকে ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কনমেবলের অধীনে কোপা সুদামেরিকানা, কোপা লিবার্তোদোরেসে রেফারির দায়িত্ব পালনের পাশাপাশি লাতিন আমেরিকার বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপেও রেফারি ছিলেন মাসা। সৌদি আরবের ঘরোয়া ফুটবল এবং পেরুর ফুটবল লীগেও ম্যাচ পরিচালনা করেছেন ৩৯ বছর বয়সী এই রেফারি। আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় দলের ম্যাচে মাসা প্রথম রেফারির দায়িত্ব পান ২০২২ ফিনালিসিমায়। ওয়েম্বলিতে ২০২২ সালের ১ জুন এই ম্যাচে ইতালির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সর্বশেষ ইউরোজয়ী ইতালি ও সর্বশেষ কোপাজয়ী আর্জেন্টিনার মধ্যে এ ম্যাচ আয়োজন করা হয়েছিল। অর্থাৎ দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার ম্যাচ দিয়ে সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক অঙ্গনে রেফারি হিসেবে অভিষেক মাসার। এই ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল স্কালোনির এই আর্জেন্টিনাই।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com