ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সিরিজ বন্যায় থমকে গেছে সিলেট

সারাদেশ | ৮ জুলাই ২০২৪, সোমবার, ৯:১৮

অনলাইন ডেস্ক


বন্যার পর বন্যা। দুই মাসে তিন দফা বন্যা। সিরিজ বন্যা। থেমে গেছে সিলেট। আর চলছে না। মানুষের হাহাকার বাড়ছে। গৃহহারা মানুষের আর্তনাদে ভারী হচ্ছে পরিবেশ। যোগাযোগও বন্ধ। খাবার সংকট তীব্র। আশ্রয়কেন্দ্রই হচ্ছে এখন স্থায়ী নিবাস। এমন অবস্থা ভাবিয়ে তুলেছে সবাইকে। মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে। কবে মুক্তি পাবেন সিলেটবাসী- এ প্রশ্নের উত্তর নেই নীতিনির্ধারক পর্যায়েও। সরকারের পলিসি পর্যায়ে আলোচনা হলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেই। জনপ্রতিনিধিরাও টায়ার্ড হয়ে পড়েছেন। প্রশাসনের কর্মকর্তারাও বন্যার সঙ্গে লড়াইয়ে ক্লান্ত। পানির সঙ্গে যুদ্ধে কী বা করার আছে। এই অবস্থায় ঝুঁকিতে পড়েছে সিলেট। নগরও বিপর্যস্ত হচ্ছে। তবে আশার কথা হলো এবার আলোচনা শুরু করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জোর দিচ্ছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি শুধু নগর নয় এমপিদের নিয়ে গোটা সিলেটকে বন্যার কবল থেকে বাঁচাতে পলিসি লেভেলে আলোচনা শুরু করেছেন। করণীয় নির্ধারণের জন্য সিলেট সফরকালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছেন। মেয়র জানিয়েছেন; অতীতে যা হওয়ার হয়ে গেছে। এভাবে বছর বছর সিলেটকে বন্যায় ডুবতে দেয়া যায় না। এর জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে পলিসি লেভেলে আলোচনা শুরু করা হয়েছে। সিলেট বাঁচাও, নগর বাঁচাও স্লোগানে কার্যক্রম নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন- প্রধানমন্ত্রী সিলেটের ব্যাপারে খুবই আন্তরিক।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com