ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

আলকারাজের চোখ টেনিসের পাশাপাশি ইউরোতেও

খেলা | ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৮:৫৬

অনলাইন ডেস্ক


নিজে টেনিসের কোর্টে খেলেছেন ফ্রান্সের খেলোয়াড়ের বিপক্ষে, আর তার দেশ স্পেন মুখোমুখি হবে ফরাসিদের সঙ্গেই, তবে তা ফুটবল মাঠে। উইম্বলডনের টেনিস কোর্টে নিজে এগিয়ে যাওয়ার পাশপাশি ফুটবল মাঠে স্পেনের ছুটে চলায় চোখ রাখছেন কার্লোস আলকারাজ। জার্মানির বিপক্ষে ফুটবল মাঠে যে অবস্থা হয়েছিল স্পেনের, টেনিস কোর্টে প্রায় একই চ্যালেঞ্জে পড়েন কার্লোস আলকারাজ। ইউরোর কোয়ার্টার-ফাইনালে জার্মানদের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় হয় স্পেনের, উইম্বলডনে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রবল পরীক্ষায় পড়তে হয় আলকারাজকে। শেষ পর্যন্ত তাতে উতরে যান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com