ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

দাপুটে জয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

খেলা | ১০ জুলাই ২০২৪, বুধবার, ১২:২০

অনলাইন ডেস্ক


অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে কানাডার বিপক্ষে এই গোলের মধ্যদিয়ে টানা ছয় কোপা আমেরিকায় গোল করলেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর। মহাদেশীয় প্রতিযোগিতায় এটি তার ১৪তম গোল। এর আগে ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। গোল করেন নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ। এই দুই গোলে কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয় ও শেষ আট কোপা আমেরিকার ষষ্ঠ বারের মতো ফাইনালে উঠলো আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপও জিতেছে আর্জেন্টিনা। এবারও লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে শিরোপা ঘরে রেখে দেওয়ার সুযোগ স্কালোনির দলের সামনে। গত বিশ্বকাপে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচে তাকালে কেউ কেউ দুয়ে দুয়ে চারও মিলিয়ে নিতে পারেন। আজকের মতো ক্রোয়েশিয়ার বিপক্ষে সে ম্যাচেও আর্জেন্টিনার হয়ে গোল করে ছিলেন মেসি ও আলভারেজ! এবার কোপায় অভিষিক্ত কানাডা ম্যাচের প্রথম ১০ থেকে ১৫ মিনিট বেশ ভালোই খেলেছে। তবে তালগোল পাকিয়ে ফেলেছে আর্জেন্টিনার রক্ষণের সামনে এসে। স্কালোনির দল গুছিয়ে নিতে একটু সময় নিয়ে প্রথম গোল আদায় করে নেয় কুড়ি মিনিট পরই। কানাডার রক্ষণে বক্স থেকে বেশ সামনে দুই ডিফেন্ডার অ্যালিস্টার জনস্টন ও ময়েস বোম্বিতোর মাঝে ওত পেতে ছিলেন আলভারেজ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com