ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

কোহলির প্রশংসা করলেন আফ্রিদি, দাওয়াত দিলেন পাকিস্তানে

খেলা | ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৪:৩২

অনলাইন ডেস্ক


প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানে কখনও যাওয়া হয়নি বিরাট কোহলির। তবে সেখানকার ক্রিকেট অনুসারীদের মধ্যে তার জনপ্রিয়তা তুমুল বলেই জানালেন শহিদ আফ্রিদি। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও ভারতীয় দলকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। আফ্রিদি বলেন, ‘পাকিস্তানে আসলে এখানকার মানুষের ভালোবাসায় ভারতের কথা ভুলে যাবেন কোহলি’। আজ পাকিস্তানের সংবাদমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টসের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আফ্রিদি। পাকিস্তানে বিরাট কোহলির প্রবল জনপ্রিয়তার কথা জানিয়ে তাকে আমন্ত্রণ জানান আফ্রিদি। রাজনৈতিক বৈরিতায় দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক থমকে আছে বহু বছর ধরে। খসড়া যে সূচি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের খবর, পাকিস্তানে যাওয়ার কোনো ইচ্ছে ভারতের নেই। গত এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত তাদের ম্যাচগুলি খেলেছে শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেদের ম্যাচগুলি তারা শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চায় বলে খবর প্রকাশিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com