
‘ইনজুরি ভীতি নেই’, ফাইনালের আগে বার্তা মেসির
খেলা | ১৪ জুলাই ২০২৪, রবিবার, ৫:৫৯
অনলাইন ডেস্ক
টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ওই ম্যাচে মেসির ফিটনেস নিয়ে সংশয়ে আছে এমন খবর ছড়ায়।
বিষয়টি নিয়ে কথা বলেছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ও সর্বজয়ী ফুটবলার মেসি নিজেই। জানিয়ে দিয়েছেন, তিনি ইনজুরির ভয় মুক্ত।
মেসি বলেন, ‘কানাডার বিপক্ষে (সেমিফাইনালে) আমি শারীরিকভাবে বেশ ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে আমার একটু সমস্যা ছিল এবং আমি ঠিকঠাক খেলতে পারিনি। ধীর হয়ে গিয়েছিলাম এবং ঠিক মতো দৌড়াতে পারিনি। ইকুয়েডরের বিপক্ষে ওই সমস্যা কাটিয়েই মাঠে ফিরেছিলাম। কানডার বিপক্ষে ইনজুরি ভয় কেটেছে। এখন ভালো অনুভব করছি, ফাইনালের আরও ভালো অনুভব করবো।’
লিওনেল মেসি গত আসরের কোপা আমেরিকা জিতেছেন। কাতারে বিশ্বকাপ জিতেছেন। আবার কোপা আমেরিকা শিরোপার সামনে তার দল। ক্যারিয়ারে পড়ন্ত বেলায় মেসি-ডি মারিয়া-ওটামেন্ডিরা শিরোপার স্বাদ পেয়েছেন। এটাই হয়তো শেষ টুর্নামেন্ট তাদের।